মনে আছে সালাজার
স্লিথেরিনের কথা? সালাজার স্লিথেরিন ছিলেন জেকে রাউলিং এর লেখা বিখ্যাত হ্যারি
পটার সিরিজের একটি ফিকশনাল ক্যারেক্টার। আপনাদের সুবিধার্থে ঘটনাটির খানিকটা বলছি।
![]() |
| সালাজার স্লিথেরিন |
সালাজার
স্লিথেরিন, গডরিক গ্রেফিন্ডোর, রোয়েনা রেভেনক্লো, হেলগা হাফলপাফ মিলে একটি জাদুর
স্কুল খোলেন। স্কুলটির নাম দিলেন 'হগওয়ার্টস স্কুল অব ওইটসক্রাপ্ট এন্ড
ওইজের্ড্রি'। স্কুলের নিয়ম প্রণয়নের সময় সালাজার কঠিন শব্দে বলে দিলেন যাতে
জাদুকরের সন্তান ছাড়া আর কাউকে পড়ানো না হয়। কিন্তু অন্যরা তা মানলোনা। ফলে,
গডরিকের সাথে সালাজারের দীর্ঘদিনের সম্পর্ক পর্যন্ত বিনষ্ট হয়! এক পর্যায় সালাজার
স্কুলের অধ্যাপনা ছেড়ে দেন এবং স্কুল ছেড়ে চলে যান। কিন্তু রেখে গেলেন তার বানানো
স্কুল হাউজ যার নাম ছিলো স্লিথেরিন।
![]() |
| স্লিথেরিন হাউজ লগো |
স্কুলে আসা প্রত্যেক শিক্ষার্থীকে একটি জাদুর টুপি পরিয়ে দিয়ে নির্বাচিত করা হয় কে কোন হাউজে যাবে। শুধু মাত্র যারা জাদুকরের সন্তান, যাদের কাছে সাপের সাথে কথা বলার সুপ্ত যোগ্যতা থাকে, যারা অত্যন্ত বিচক্ষণ তাদেরই ভাগ্যে জোটে স্লিথেরিন।
জাদুর টুপি (সর্টিং
হ্যাট) এর মতে সালাজার স্লিথেরিন সবসময় জাদুর নেশায় মশগুল থাকতেন এবং তিনি হয়তো
কোন জলাশয় অঞ্চল থেকে এসেছেন। সেকারণেই হয়তো সাপদের সাথে কথা বলতে পারতেন। যদিও
হ্যারি পটারেরও সাপদের সাথে কথা বলার যোগ্যতা ছিলো!
সালাজার স্কুল ছেড়ে চলে গেলেও রেখে গিয়েছিলেন 'চেম্বার অব সিক্রেটস' নামের এক জায়গা। এটি হগওয়ার্টস স্কুলের পাতালে ছিলো। হ্যারি পটার সিরিজের ২য় বই ( হ্যারি পটার এন্ড চেম্বার অব সিক্রেটস) এ বাসিলিস্ক নামক একটি বিরাট সাপকে দেখা যায় যার মালিক সালাজার বলে জানা যায়।
সালাজার স্কুল ছেড়ে চলে গেলেও রেখে গিয়েছিলেন 'চেম্বার অব সিক্রেটস' নামের এক জায়গা। এটি হগওয়ার্টস স্কুলের পাতালে ছিলো। হ্যারি পটার সিরিজের ২য় বই ( হ্যারি পটার এন্ড চেম্বার অব সিক্রেটস) এ বাসিলিস্ক নামক একটি বিরাট সাপকে দেখা যায় যার মালিক সালাজার বলে জানা যায়।
![]() |
| বাসিলিস্ক |
তার প্রতিষ্ঠিত স্লিথেরিং হাউজের লগোতেও সাপ দেখা যায়। লগোটি সবুজ ও রুপালি রং এ আঁকা।
সালাজার কিভাবে মারা গিয়েছিলেন তা জানা যায়নি। তবে ধারণা করা তিনি মধ্যযুগের কোন এক সময় মারা গিয়েছিলেন। ফিকশনাল এই চরিত্রের নামেই নাম দেয়া হলো সম্প্রতি আবিস্কৃত একটি পিট ভাইপার সাপের নাম। বিষাক্ত এই সাপটি আবিস্কৃত হয়েছে ভারতের অরুণাচল প্রদেশ থেকে।
অরুণাচল প্রদেশটি
হিমালয়ান বায়োডাইভারসিটি হটস্পটের অংশ। অঞ্চলটি এখনো অসংখ্য অজানা প্রাণী ধরে
রেখেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। বিশেষজ্ঞদের মতে নতুন আবিস্কৃত সাপ 'সালাজার পিট
ভাইপার' সমগ্র পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যেতে পারে। সাপটির বৈজ্ঞানিক নাম
Trimeresurus salazar. ভারতীয় অঞ্চলে Trimeresurus গণের প্রায় ৪৮ প্রজাতির সাপ
দেখা মেলে। ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্স ও বোম্বাই ন্যাচারাল
হিস্টোরি সোসাইটি'র নতুন আবিস্কৃত এই সাপটি, জুওসিস্টেম্যাটিক্স এন্ড ইভ্যালুয়েশন
জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষকদের বর্ণনা অনুসারে এই প্রজাতির পুরুষ সাপের চোখের
নিচ থেকে মাথার পেছন পর্যন্ত একটি লম্বা হলুদ-লাল দাগ দেখা যায়। অন্যান্য পিট
ভাইপার সাপের চাইতে এতে বেশি পরিমাণ টেরয়েড ও ডেন্টারি দাঁত আছে বলেও গবেষকরা
জানান।
![]() |
| সালাজার পিট ভাইপার |
হ্যারিপটার
সিরিজকে উৎসর্গ করে দেয়া এটি প্রথম বৈজ্ঞানিক স্বীকৃতি নয়। এর আগেও সিরিজটিকে
সম্মান দেখিয়ে দু'টি প্রাণীর নাম দেয়া হয়েছিলো। যার একটি সর্টিং হ্যাট স্পাইডার
নামক মাকড়সা এবং অন্যটি Harryplax severus নামক কাঁকড়া।




Post a Comment