বর্তমানে ওয়েটিং পিরিয়ডের ঝামেলার কারণে অনেকেই জার্মানিতে পড়াশোনা শুরু করার বিষয়ে দুশ্চিন্তিত আছেন। এর সমাধান নিয়ে বলতে গিয়ে আমি DAAD Scholarship নিয়ে ইতোপূর্বে বলেছি এবং এ সংক্রান্ত দুটি ব্লগ লেখেছি। আপনারা অনেকেই সেসব পড়েছেন এবং বিষয়টি নিয়ে হয়তো ভেবেছেন। সামনে জুনের দিকে DAAD Scholarship এর নতুন সার্কুলার আসবে। আশা করি, DAAD এর বাজেট এডজাস্টমেন্টের মারপ্যাচে সামনের সার্কুলারে EPOS ক্যান্ডিডেটদের স্কলারশিপ সংখ্যা কোনভাবেই কমবে না, বরং যদি আপনারা সচেতন হন, বাংলাদেশ থেকে এই সংখ্যা বাড়তে পারে।
আজকের আলোচনায় আমি সামগ্রিক DAAD স্কলারশিপ নিয়ে তেমন কিছু বলব না। কেননা, ইতোপূর্বে আমি এ বিষয়ে যত ইনফরমেশন দেবার ছিল, তা দিয়ে দিয়েছি। আপনারা কেউ যদি সেসব লেখা না পড়েন, আমি কমেন্টে লিংক দিয়ে দেবো, পড়ে নিতে পারেন। আশা করি DAAD Scholarship এর আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে যতরকমের প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে, সবকিছুর উত্তর পেয়ে যাবেন।
আজকের পোস্টটি মূলত, ডিএএডি স্কলারশিপ নিয়ে আমি যে প্রোগ্রামে এসেছি সেটি নিয়ে।
আমি ডিএএডি স্কলারশিপ নিয়ে গত অগাস্টে জার্মানি এসেছি। প্রথম দুই মাস ছিলাম জার্মানির বার্লিনে। এই দুই মাস আমি জার্মান ভাষা শিখেছি। এটি অধিকাংশ ডিএএডি স্কলারদের বাধ্যতামূলকভাবে শিখতে হয়। এরপর চলে আসলাম জার্মানির গ্রাইফসভাল্ট শহরে। আমি ইতোমধ্যে এখানে আমার প্রথম সেমিস্টার শেষ করেছি এবং মাস্টার্সের বাকী তিন সেমিস্টার এখানেই শেষ করতে হবে। যদিও আবেদনের আগে থেকেই আমি আমার সামগ্রিক মাস্টার্সে কী কী পড়ানো হবে তা সম্পর্কে ধারণা রাখতাম, তারপরও এক সেমিস্টার যেহেতু শেষ হয়েছে, আমি বিষয়গুলো আরো গভীরভাবে বুঝতে পেরেছি, যেটি হয়তো অনেকের লাইফ গোলের সাথে এলাইন করতে সহায়তা করবে।
আমি গ্রাইফসভাল্ট বিশ্ববিদ্যালয়ে 'ল্যান্ডস্কেপ ইকোলজি এন্ড নেচার কনজারভেশন' বিষয়ের উপর বর্তমানে মাস্টার্সে অধ্যয়ন করছি। নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি ট্রান্সডিসিপ্লিনারি সাবজেক্ট, বা নানান বিষয়ের জ্ঞান একসাথে করে এখানে পড়ানো হয়। নানান বিষয় বলতে কী কী? সহজ করে বললে এখানে ল্যান্ডস্কেপের পার্সপেক্টিভে এনভায়রনমেন্ট ও ইকোলজিকে গুরুত্ব দিয়ে পড়ানো হয়। এর বাইরে রয়েছে, এথিক্স ও ইকোনমিক্সের মতো বিষয়গুলোও। কারণটি একটু পরিষ্কার করে বলি, আপনি যদি পরিবেশ সংক্রান্ত কোনো প্ল্যান বাস্তবায়ন করতে চান, যেমন ধরুন, কোনো বনায়ন ব্যবস্থাপনাও যদি করতে চান, আপনি কখনো অর্থনৈতিক মানদণ্ডকে বা সামাজিক দৃষ্টিকোণকে এড়িয়ে যেতে পারবেন না। তাই, ভালো সিদ্ধান্ত নিতে হলে আপনার সেসব জ্ঞানেরও দরকার। আমার মাস্টার্স প্রোগ্রামের অন্যতম উদ্দেশ্য সেগুলো একসাথে করে আপনাকে জানানো।
এই মাস্টার্সটি মূলত রিসার্চ-ওরিয়েন্টেড মাস্টার্স। আপনি যদি এতে পড়তে আসেন তবে, ল্যান্ডস্কেপ ইকোলজির নানান সমস্যা সমাধান করতে পারবেন, নানান মডেল তৈরি করতে পারবেন, সর্বোপরি, নানান ভিউ পয়েন্ট থেকে প্রকৃতি সংরক্ষণের মতাদর্শ ও প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।
এই সাবজেক্ট থেকে পাশ করে, শিক্ষার্থীরা মূলত দেশী-বিদেশী প্রকৃতি সংরক্ষণ বিষয়ক রিসার্চ সেক্টরে কাজ করতে পারে। নানান প্রতিষ্ঠান আছে যারা প্রকৃতি সংরক্ষণের জন্য কাজ করে, তাদের সাথেও কাজ করার সুযোগ আছে। তাছাড়া, কোনো ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানে ল্যান্ডস্কেপ ইকোলজিস্ট পোস্টের কাউকে না কাউকে লাগে, সেখানেও কাজ করার সুযোগ আছে। এর বাইরে ফারদার পিএইচডির তো অবশ্যই সুযোগ আছেই।
এখন আসি, কারা আবেদন করতে পারবে? আপনি যদি ল্যান্ডস্কেপ ইকোলজি বা বায়োলজিতে ব্যাচেলর করেন, কিংবা যদি আপনার ব্যাকগ্রাউন্ড যদি এগ্রিকালচারাল বা ফরেস্ট্রি রিলেটেড সাবজেক্ট হয়, আপনি আবেদন করতে পারবেন। এর মানে এ নয় যে, টাইটেল ধরে ধরে মেলাতে হবে। আমরা যারা নানান দেশ থেকে এবার এখানে পড়তে এসেছি তাদের মধ্যে কেউ এনভায়রনমেন্ট নিয়ে পড়েছে, কেউ বায়োলজি নিয়ে পড়েছে, কেউ ফরেস্ট্রি, কেউ মাইক্রোবায়োলজি, আমি তো জুওলজি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। তাই, রিলেটেড সাবজেক্ট হলেই আবেদন করতে সমস্যা নেই। আর এমনকি বিশেষ ক্ষেত্রে তারা অন্য ফিল্ডের শিক্ষার্থীদেরও এখানে পড়ার সুযোগ দেয়। যেমন আমি দুইজনকে চিনি যারা আইটি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিল। মাহিন ভাই এসেছিলেন আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ড থেকে। সুতরাং, আপনার মোটিভেশন যদি শক্ত হয়, যদি দেখাতে পারেন যে, আপনি এই সাবজেক্ট রিলেটেড ফিল্ডে কাজ করেছেন, তবে আপনার সুযোগ সৃষ্টি হতে পারে।
এখন আসি, এই ছয় মাসে আমার অভিজ্ঞতা কী সে বিষয়ে। এই প্রথম ছয় মাসে আমার এই প্রোগ্রাম রিলেটেড কিছু মডিউল শেষ করতে হয়েছে যা লিটারেলি আমার কাছে নতুন ছিল। তবে, এমন না যে, আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। এবং, ওয়ার্কিং লোডের প্রশ্নে আমার ডিএএডি সব কলিগরাই বলেছে, প্রথম সেমিস্টার কারোরই অসাধ্য মনে হয়নি। তবে, আমি মূলত এক্সাইটেড আমার সামার সেমিস্টার নিয়ে। কারণ, এ সেমিস্টারে প্রাণী রিলেটেড অনেকগুলো মডিউল রয়েছে। আশা রাখছি সেগুলো আমি আরো বেশি উপভোগ করব। জানার সুবিধার্থে বলে রাখি, প্রতি সেমিস্টারেই আমাদের অসংখ্য মডিউল অফার করা হয়, এর মধ্যে আমাদের যেসব মডিউল ভালো লাগে সেগুলোতে কোর্স করার সুযোগ রয়েছে (প্রোগ্রাম শেষে টোটাল ক্রেডিট সংখ্যা মিললেই হলো)। তাই, বায়োলজি বা এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড হলে, একদমই কূলকিনারা হীন হওয়ার সুযোগ নেই।
এখন আসি, গ্রাইফসভাল্ট বিশ্ববিদ্যালয়ে এ সাবজেক্টে আরো কী সুযোগ আছে সে প্রসঙ্গে। গ্রাইফসভাল্ট বিশ্ববিদ্যালয় পিটল্যান্ড স্টাডির জন্য অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। তাই, আপনি যদি পিটল্যান্ড নিয়ে ক্যারিয়ার গড়তে চান, তবে, আমার সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটিতে রাখতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রাসঙ্গিক বিবরণ নিয়ে খানিকটা বলি। গ্রাইফসভাল্ট বিশ্ববিদ্যালয় জার্মানির অন্যতম পুরাতন একটি বিশ্ববিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয় ১৪৫৬ সালে। এটি বাল্টিক রিজিয়নের অন্যতম পুরাতন বিশ্ববিদ্যালয়। একটা সময় এটি সুইডিশ শাসনের আওতাধীন ছিল বলে একে সুইডেনের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ও বলা হয়। বার্লিন শহর থেকে প্রায় তিন ঘণ্টা যাত্রা করলেই এ শহর ও বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো যায়। শহর ও বিশ্ববিদ্যালয় একসাথে বলছি কারণ, সমগ্র শহরের আনাচে কানাচে এ বিশ্ববিদ্যালয়ের নানা বিল্ডিং আপনারা দেখতে পাবেন। এটি খুব চমৎকার, সবুজ একটি শহর যার একপাশে বয়ে গেছে রিক নদী যা শেষ পর্যন্ত মিলিত হয়েছে গ্রাইফসভাল্টার সী-তে। এই সাগরের অদূরেই রয়েছে এল্ডেনা ফরেস্ট এবং এল্ডেনা অ্যাবে নামক পুরাতন ধ্বংসপ্রাপ্ত স্থাপত্য! এছাড়া রয়েছে অসংখ্য সংরক্ষিত প্রাকৃতিক স্থান যা ল্যান্ডস্কেপ ইকোলজি পড়ার জন্য স্থানটিকে যেন একদম সাজিয়ে রেখেছে! এ শহরের অদূরেই রয়েছে পোল্যান্ড আর বাল্টিক সাগরের জার্মান বিখ্যাত অন্যতম সুন্দর দ্বীপ রুগ্যান। চাইলেই সমুদ্রপথে পাড়ি দিয়ে যাওয়া যায় সুইডেনে।
এর বাইরে, আপনি যদি ডিএএডি স্কলারশিপ পান, তবে, আপনার একোমোডেশন নিয়ে ভাবতে হবেনা, ইউনিভার্সিটিতেও পার্টটাইম চাকরির সুযোগ মিলতে পারে সহজেই। স্টুডেন্ট ডর্ম প্রতি বছর ডিএএডি অ্যাপ্লিকান্টদের জন্য নির্দিষ্ট পরিমাণ সীট বরাদ্দ করে রেখে দেয়, যা অনেকখানি দুশ্চিন্তা কমিয়ে দেয়।
আজকের পোস্টটি এই পর্যন্তই! আমি আশা করি, ডিএএডি স্কলারশিপ এবং গ্রাইফসভাল্ট বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আমার অভিজ্ঞতা ও তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। যদি আরও কোনো প্রশ্ন বা সন্দেহ থাকে, নির্দ্বিধায় মন্তব্য করতে পারেন।
গ্রাইফসভাল্ট, জার্মানি থেকে শুভেচ্ছা রইল! আপনার ডিএএডি যাত্রা সুখময় এবং সফল হোক।
লেখা: Abdullah Al Asek
গ্রাইফসভাল্ট, জার্মানি।
তারিখ: ১ এপ্রিল, ২০২৫


Post a Comment